বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন
কেউ একজন চুপিচুপি বলেছিলে ভালোবাসি
মৃতজোছনায় ফিসফিসিয়ে বলতে, ভালোবাসি ভালোবাসি।
ঝরোঝরো বর্ষাতে হাতটি ধরে ভিজেছি কত নিঝুম রাত
চোখের ভাষায় না বলা কথা বুঝে নিতাম শত শত।
কেউ একজন বলেছিলে তুমি আমার রাতজাগা পাখি,
ভোরের শিশিরভেজা শিউলি গোলাপ দোপাটি।
জেগেজেগে স্বপ্নের আকাশে গুনেছি কত খসে পরা তাঁরা
আমি তুমি কল্পনার ডানায় বুনেছি অজানা হাসি রাশিরাশি।
কেউ একজন বলেছিলে তুমি আমার দুচোখের গড়িয়ে পড়া অশ্রু,
অশ্রু!সেকি হতে পারে সবাই, সে শুধুই তুমিই
কখনও ভাবিনি ভুল হতে পার তুমি,তুমিতো শুধুই ফুল
ভুলগুলো ফুল হয়ে ফুটবে আকাশে সাতরঙা রামধনুতে।
কেউ একজন বলেছিল, শত অবহেলায় অনাদরে তুমি শুধুই তুমি
নিঃশব্দে ভাসিয়েছিল, কাঁদিয়েছিল, বুঝতে চাওনি কখনও
আমরা এসেছিলাম, ভালোবেসেছিলাম যুগলমিলন স্রোতে
ভালোবাসি ভালোবাসি তবু কত ব্যাথা বাজে হৃদয়ে।