সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:২৮ অপরাহ্ন

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান কে বিভাগীয় কমিশনার সম্মাননা প্রদান

Kamrul-ahasan-14.05.2016-বিশেষ প্রতিনিধি, ভালুকা : ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক খাতের উন্নয়নে সফল সমন্বয় ও বাস্তবায়ন জনবান্ধব দাপ্তরিক পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় কমিশনার সম্মাননা ২০১৬ পেয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার।
১৩মে শুক্রবার দুপরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের আয়োজনে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদারের হাতে সম্মাননা পুরুস্কার তুলে দেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি,এম সালেহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম, এনডিসি মন্ত্রী পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও উন্নয়ন) এন এম জিয়াাউল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মো. আনোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডি,আই.জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএমসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman