রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম খান, ভালুকা : ময়মনসিংহের ভালুকা উপজেলার ২৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎপ্রধান শিক্ষক নেই । এ ছারা ৩৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলগুলো পরিচালিত হচ্ছে । শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিশুদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে ।
উপজেলা শিক্ষা অফিসের সূত্র মতে, প্রধান শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে,সজনগাঁও,মদ্দরাজৈ,রাজৈবালিকা,উরাহাটি,পারুলদিয়া,রাজৈ,পশ্চিমপাড়াগাঁও,হিজলীপাড়া,আউলিয়ারচালা,দক্ষিন ডাকাতিয়া,কাতলামারী,গোবুদিয়া, মাহমুদপুর বালিকা,চান্দরহাটি, চামিয়াদী,গাদু মিয়া,ধীতপুর,টুংরাপাড়া,তালাবর,মেনজেনা,মরচী, কৈয়াদী ও বাটাজোর আঃ হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ ছারা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৩৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষাদানে সমস্যার সূষ্টি হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুজ্জামান জানান,সমস্যা সমাধানে আপ্রান চেষ্টা চালানো হচ্ছে।
মোঃ জাহিদুল ইসলাম খান