রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন

ভালুকায় ২৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য

images-3

জাহিদুল ইসলাম খান, ভালুকা : ময়মনসিংহের ভালুকা উপজেলার ২৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎপ্রধান শিক্ষক নেই । এ ছারা ৩৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলগুলো পরিচালিত হচ্ছে । শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিশুদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে ।

উপজেলা শিক্ষা অফিসের সূত্র মতে, প্রধান শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে,সজনগাঁও,মদ্দরাজৈ,রাজৈবালিকা,উরাহাটি,পারুলদিয়া,রাজৈ,পশ্চিমপাড়াগাঁও,হিজলীপাড়া,আউলিয়ারচালা,দক্ষিন ডাকাতিয়া,কাতলামারী,গোবুদিয়া, মাহমুদপুর বালিকা,চান্দরহাটি, চামিয়াদী,গাদু মিয়া,ধীতপুর,টুংরাপাড়া,তালাবর,মেনজেনা,মরচী, কৈয়াদী ও বাটাজোর আঃ হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ ছারা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৩৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষাদানে সমস্যার সূষ্টি হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুজ্জামান জানান,সমস্যা সমাধানে আপ্রান চেষ্টা চালানো হচ্ছে।

মোঃ জাহিদুল ইসলাম খান

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman