রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম খান ভালুকা : বনের জমি জোর পূর্বক দখল করে একটি ফ্যাক্টরীর পক্ষে সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে। ঘটনাটি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের হবিরবাড়ী মৌজাস্থ বন বিজ্ঞপ্তিত ১৯নং দাগের। প্রায় ১০বিঘা জমি দখলে নিয়ে গাছপালা কেটে সাবার করেছে ফ্যাক্টরীর একটি সিন্ডিকেট চক্র যার আনুমানিক মুল্য ১৫ কোটি টাকা।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের হবিরবাড়ী মৌজার ১৯নং দাগে ৫৩.৬১একর জমি রয়েছে যার সবটুকুই বনবিভাগের গেজেট ভুক্ত। স্থানীয় হামিদ টেক্সটাইল লিঃ এর পক্ষে জনৈক নোমান একটি সিন্ডিকেট তৈরী করে বন বিজ্ঞপ্তিত উক্ত জমি থেকে প্রায় ১০বিঘা জমি বন বিভাগের বাঁধা উপেক্ষা করে জোর পুর্ব দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মান শুরু করেছে।
হবিরবাড়ী বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী জানান, ১৯ দাগের ৫৩.৬১ একর জমির সব টুকুই বনবিজ্ঞপ্তিত ভুমি। বন বিভাগের বাঁধাকে উপেক্ষা করে জনৈক নোমান নামে এক ব্যাক্তি স্থানীয় প্রভাবশালীদের সহায়তা নিয়ে উক্ত দাগের জমিতে সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করেছে। জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি)আফরোজা আখতার জানান, বনবিজ্ঞপ্তিত ভূমিতে কারও দাবী থাকলে, ফরেস্ট স্যাটেলমেন্ট অফিসারের (এফএসও) আদালত থেকে অবমুক্তির পর যৌথ জরিপ পরিচালনার মাধ্যমে ওই দাবীকৃত ভূমি চিহিৃত করা হবে। ভূমি চিহিৃত করার পর ২০ ধারামতে গেজেট প্রকাশ করা হলে,ওই ভূমির নামজারী-জমাভাগ (খারিজ) মুঞ্জুরী প্রদানের পর দাবীদার ওই ভূমির বৈধ মালিক হবেন। উপজেলা ভূমি অফিস উল্লেখিত দাগে অদ্যাবদি কোনরুপ যৌথ জরিপের কার্যক্রম পরিচালনা করার আদেশ পায়নি বা যৌথ জরিপের কাজ পরিচালনা করেনি এবং ২০ ধারামতে কোন গেজেট প্রকাশের কাগজপত্রও অত্রাঅফিস পায়নি। জবর দখলকারী নোমান স্থানীয় সাংবাদিকদের জানান, আমাদের ক্রয়কৃত জমিতে কাজ করছি।