বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম খান, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে (১৫সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের্^ বিদ্যুতের খুটির সাথে লেগে ধুমড়ে মুচরে গেলে হোসেন শহীদ (৫৫) ঘটনা স্থলে ও আলী (৩৮) ভালুকা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে মারা যায়। এ সময় অপর ৩ জন আহত হয়। আহতরা হলো রাজু (৩৮) সজীব (৩০) ও চালক আঃ মান্নান (৫৫)। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করে। রাজুকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় ঢাকার বায়তুল মোকারম এলাকার ৪ ব্যাসায়ী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৯-২৬৩৪) যোগে টাঙ্গাইল এলাকায় বেড়াতে এসে ভুল করে ময়মনসিংহ সড়কে ভালুকায় চলে আসে। ভালুকা থেকে ফিরে যাওয়ার সময় সকাল অনুমান ১১ টার দিকে উল্লেখিত স্থানে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পূর্বপাশের্^ নীচে একটি বিদ্যুতের খুটিতে প্রচন্ড ধ্বাক্কা লেগে ধুমড়ে মুচরে যায়। এ সময় প্রাইভেট কারে থাকা হোসেন শহীদের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে ফায়ার সাভির্সের কর্মীরা এসে তার মৃতদেহ বের করে ও আহতদেরকে উদ্ধার করে।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ঘঁটনার সত্যতা প্রকাশ করে জানান ,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ।