রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন
মোঃ জাহিদুল ইসলাম খান, ভালুকা : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করে ভালুকা সুরবীণা সাংস্কৃতিক সংস্থা। বুধবার সন্ধারাতে পাবলিক হল রোডস্থ সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুরবীণা’র নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিক সকলকে স্বাগত জানান।
এ সময় অন্যান্যের মধ্যে অংশ নেয় সুরবীণার বিভাগীয় পরিচালক রফিকুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান সুমন, সুরবীণা’র শিল্পী ও কলাকুশলী জিল্লুর রহমান জাহিদ, সাজিত আহম্মেদ ইমরান, তানভীর সিদ্দিকী, আনসারুল ইসলাম, রাজিব আহম্মেদ, শাহানশাহ, সাদেক সেক, ফাউজিয়া তাবাসসুম ঐশি, জেসমিন আক্তার, আইভি মিতু, শিপু সাহা, নিটুল, শরিফ হোসেন, সাব্বির হোসেনসহ শিল্পীদের অভিভাবকগন। অনুষ্ঠানে সঙ্গীত,কৌতুক, অভিনয়, উপস্থাপনা, নৃত্য পরিবেশন করে সংস্থার শিল্পীরা।