রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম খান, ভালুকা : মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশনের জন্য ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সংবাদ সম্মেলন করেছে । গতকাল সোমবার দুপুরে ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ কার্য্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম সরকার ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন গত সপ্তাহে ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের কমিটি নিয়ে নেতা কর্মীদের মাঝে ক্ষোভ শিরোনামে কয়েকটি পত্রিকায় খবর ছাপা হয় । কিন্তু প্রকৃতপক্ষে খবরটি মিথ্যা ও বানোয়াট বর্তমান কমিটিকে হেয় করা ও যড়যন্ত্রমূলক ভাবে প্রকাশ করা হয় । তিনি আরও বলেন নবগঠিত কমিটিতে কোন প্রকার বিশৃক্সলা নাই এবং কমিটিতে ত্যাগী ও প্রকৃত শ্রমিকদের রাখা হয়েছে । নজরুল ইসলাম সরকার জানান আমি বিগত ১৫বছর যাবত ভালুকা শ্রমিকলীগের নেতৃত্ব দিয়ে আসছি তাই আমি পরীক্ষীত ও স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর আর্দশের প্রতি বিশ্বাসী শ্রমিকদের সমন্নয়ে নবগঠিত কমিটি করা হয়েছে এতে কোন সন্দেহ নাই তিনি জানান ,শ্রমিকলীগের সকল নেতৃবৃন্দ বিগত সংসদ,উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশেষ ভৃমিকার মাধ্যমে নৌকার বিজয়কে সুনিশ্চিত করে ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ,সংগঠনের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল সহ উপজেলা শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ ।