রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পূর্বাহ্ন
ভালুকা প্রতিনিধি ঃ কেক কাটা আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে ভালুকায় পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দুপুরে ভালুকা উপজেলা শাখা যুবদল নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছারোয়ার জাহান এমরানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মজু, শ্রমিকদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ওলামা দলের আহ্বায়ক মাওলানা এসফাকুর রহমান সিদ্দিকী, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রুহুল আমীন রুহুল, পৌর শ্্রমিক দলের আহ্বায়ক সৌমিক হাসান সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মেদ কাজল প্রমুখ। সভা পরিচালনা করেন মাহমুদুল হাসান খোকা।