জাহিদুল ইসলাম খান, ভালুকা : যুদ্ধাপরাধীর দায়ে ফাঁসি হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর গত রবিবার ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। রোববার বাদ মাগরিব ইউনিয়নের সোনাখালী পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয় ।
ডাকাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল কালাম মুন্সীসহ স্থানীয় নেতা-কর্মীরা নামাজে জানাজায় অংশ নেয়। স্থানীয় মসজিদের ইমাম হাফেজ রমজান আলী লাশ ছাড়া জানাযা নামাজ পড়ানোতে অপরাগতা প্রকাশ করার পর ওই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারী চাঁনপুর গ্রামের মৃত আমজত সরকারের ছেলে মোখলেস উদ্দিনের ইমামতিতে জানাযা নামাজ সম্পন্ন হয়।
ডাকাতিয়া ইউনিয়নের জামায়াতের সভাপতি আবুল কালাম মুন্সীকে প্রশ্ন করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন এটাতো বাংলাদেশ ব্যাপী হয়েছে আমরা করলে দোষ কী?
আপনার মতামত লিখুন :