ভালুকায় ভ্যানগাড়ীতে লাশ রেখে পালালো দূর্বত্তরা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১২:০০ PM / ১১৬
ভালুকায় ভ্যানগাড়ীতে লাশ রেখে পালালো দূর্বত্তরা

createthumbভালুকা প্রতিনিধি ঃ শনিবার ভোররাতে ভালুকা পৌর এলাকায় দুই জন লোক ভ্যানগাড়ীতে কাপড়ে মোরানো একটি মহিলার লাশ বহন করে নেওয়ার সময় রাত্রে পাহারারত লোকেরা গাড়ীতে কি জিঙ্গাস করা মাত্রই তারা দৌরে পালিয়ে যায় । পরে পাহারা লোকজন কাছে গিয়ে অঙ্গাত মহিলার লাশ দেখতে পেয়ে ভালুকা মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ভ্যানগাড়ী সহ লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । অঙ্গাত মহিলার বয়স আনুমানিক (৩০)বছর এবং মহিলার গায়ে লাল,সাদা,গোলাপী রংয়ের জামা পড়া ছিল ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান ,লাশটি উদ্ধার করার পর মর্গে প্রেরণ করা হয়েছে ।লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না ।