বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৮ পূর্বাহ্ন
ভালুকা প্রতিনিধি ঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহি বাসচাপায় জাকির হোসেন (৩৫) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, ময়মনসিংহের হালুয়াঘাটগামী তাহা-কাশফি নামের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৮৩৯৬) উল্লেখিত স্থানে সাইকেল আরোহী শ্রীপুরের বর্মী গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাকির হোসেন ও ভ্যানচালক ভালুকা উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে কবির হোসেনকে (২৭) চাপা দিলে তারা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাকিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত কবিরকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েেেছ। নিহত জাকির হোসেন উপজেলার সিডষ্টোর বাজারে বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গেছে।