বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন

ভালুকায় পিকআপ চাপায় ৩ পোষাক শ্রমিক নিহত

index-01

জাহিদুল ইসলাম খান, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ  মহাসড়কের  কাঁঠালী  নামকস্থানে পিকআপ চাপায় মঙ্গলবার (১নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ৩ পোষাক শ্রমিক নিহত ও ১০ শ্রমিক  আহত  হয়েছে। জানা যায়, রাসেল স্পিনিং মিলের রাতের শিফটে ডিউটি শেষ করে বাসায় ফিরে যাওয়ার যানবাহনের জন্য মিলের সামনে অপেক্ষমান ১০/১২ জন শ্রমিকদের উপর ময়মনসিংহগামী একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই উপজেলার কঠালী গ্রামের হারুন শিকদারের ছেলে আনোয়ার হোসেন (১৮) ও একই গ্রামের নূরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২), হাসপাতালে নেয়ার পথে মামারিশপুর গ্রামের রমিজ উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৩৫) মারা যান। এ সময় আরও ১০ শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় ৬জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম জানা যায়নি। ভরাডোবা হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ জহিরুল ইসলাম জানান, দূর্ঘটনায় ৩ শ্রমিক নিহত হয়েছে। ২ জনের লাশ থানায় আনা হয়েছে। আরেক জনের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক পিকআপটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman