বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন

ভালুকায় দুই ডাক্তারের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

bhaluka-08-octoberজাহিদুল ইসলাম খান, ভালুকা : ভালুকায় কশাইখানা খ্যাত তাহ্মিনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি কলেজ ছাত্রী আছমা আক্তারের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ডাঃ মোশারফ ও ডাঃ কায়কোবাদের বিচারের দাবিতে গত শুক্রবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলার টুংড়াপাড়া নামক স্থানে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।তাছারা এই অমানবিক ঘটনায় এলাকাবাসী শোকের পাশাপাশি বিক্ষুদ্ধ হয়ে আছেন । তাহমিনা হাসপাতালের মালিক ডাঃ মোশারফ ও ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ কায়কোবাদের বিচার হবে কিনা তাও নিয়ে সন্দেহ পোষন করছে এলাকার সচেতন মহল । উল্লেখ্য ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেইজবুকে ) ব্যাপক ভাবে প্রচারনায় তোপের মুখে স্থানীয় প্রসাশন হাসপাতালটি সিলগালা করে দিয়েছে ও নিহতের পক্ষ থেকে ডাঃ মোশারফ ও অঙ্গাত ২জনের নামে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান ,আমরা আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছি অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য খুরশেদ আলম, আছমার পিতা বীর মুক্তিযোদ্ধা আবু তালেব মৃধা, সাবেক ইউপি সদস্য কালা মিয়া, ব্যাবসায়ী আবতাব উদ্দিন চন্দন , রইছ উদ্দিন, গোলাম ফারুক, ভোট্টু মিয়া ও কাইয়ুম সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman