সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
জাহিদুল ইসলাম খান, ভালুকা : “শক্তি নয় শিক্ষা দিয়েই সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে হবে ”শ্লোগান কে সামনে রেখে একযোগে উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মাধ্যমিক এবং মাদ্রাসা পর্যায়ের শতাধিক স্কুলে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই প্রতিযোগিতা হয়।
স্কুল পর্যায়ের ছেলে মেয়েদের সন্ত্রাস ও জঙ্গীবাদী এই প্রতিযোগিতার মাধ্যমে এর কুফল ও করণীয় কি? তা জানাতেই উপজেলা নির্বাহী অফিসারের সরাসরি তত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার জানান ,স্কুল ও মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্র ছাত্রীদের মাঝে সচেতনা করতেই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।