সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:০২ অপরাহ্ন
মোঃ জাহিদুল ইসলাম খান, ভালুকা :সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচী পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথীরা। বৃহস্পতিবার দুপুরে ভালুকা উপজেলার ১শত ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। বেলা ১২থেকে ০১টা পর্যন্ত সংশ্লিষ্ট বিদ্যালয় গুলোর পাশ্ববর্তী সড়ক ও মহাসড়কে ব্যানার ফেষ্টুন হাতে দাঁড়িয়ে নিজেদের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মনোভাব জানান দেয় ক্ষুদে শিক্ষার্থীরা। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোস্তফা ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু বিভিন্ন প্রতিষ্ঠানের মানব বন্দনে অংশ নেন । ভালুকা পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান। এ ছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহা আফরোজ সায়দা সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাগন অংশ নেয়। বাজার রোডের পাঁচ রাস্তা মোড় এলাকায় মানববন্ধন কর্মসুচী পালন করে ভালুকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন জাহান ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয় কর্মসুচীতে। ভালুকা প্রেসক্লাবের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে মানবন্ধন করেছে পুর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ ছাড়াও দক্ষিন রাংচাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,গোয়ারী সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়,ধীতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভালুকা-গফরগাঁও সড়কে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। ধামশুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ধামশুর সড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম সহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। কর্মসুচী গুলোতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন।
সম্পাদনায় আব্দুস ছাত্তার