সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন
মোঃ জাহিদুল ইসলাম খান, ভালুকা : ভালুকায় দিনদুপুরে একটি ষাড় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। রবিবার দুপুরে উপজেলার বানদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক সিরাজুল ইসলাম (৩৫) উপজেলার বগাজান গ্রামের কুটভিটার আব্দুল খালেকের ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার নিঝুরী গ্রামের সুরেষ চন্দ্র রবিদাশ প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি বিক্রয় উপযোগী ষাড় গরু বাড়ির পাশে বেঁধে রাখেন। এ সময় সিরাজুল ইসলাম সবার অজান্তে গরুটি চুর করে নিয়ে যায়। পথে একই উপজেলার বানদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামনে স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হয়। পরে তাকে কোথা থেকে গরুটি আনা হয়েছে জিজ্ঞাসা করা হলে, সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গরু মালিক সুরেষ চন্দ্র রবিদাশ জানান, তিনি প্রতিদিনকার মতো বাড়ি পাশে গরুটি বেঁধে রাখলে দিনদুপুরে এক চোর তার ষাড় গরুটি চুরি করে নিয়ে গেলে পথে স্থানীয় লোকজন আটক করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান ,গরু সহ চোরটিকে স্থানীয়রা ধরার পর আমি পুলিশ পাটিয়ে চোরকে থানায় নিয়ে আসি ।