রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
ভালুকা প্রতিনিধি : ভালুকা উপজেলার সিডস্টোর বাজার থেকে বুধবার সকালে কলেজ পড়ুয়া ছাত্রী মুন্নী আক্তার (১৮) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের ১ম বর্ষে অধ্যয়নরত। মুন্নী উপজেলা সিডস্টোর এলাকার মহর আলীর মেয়ে জানা গেছে।
পরিবার ও স্থানীয় প্রতিবেশিরা জানিয়েছেন, আগের দিন মঙ্গলবার মুন্নী মায়ের সাথে ঝগড়া করে। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার শোবার ঘরে ঘুমাতে যায় মুন্নী। তার মা সকালের নাস্তা খাওয়ার জন্য ঘরের দরজা খুলতে ডাক দিলে ভেতর থেকে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে মুন্নীর ঝুলন্ত লাশ দেখতে পায়। মুন্নী তার নিজের গলায় উড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হয়রত আলী জানান, ভিকটিম মুন্নী গত রাত্রে তার মায়ের সাথে ঝগড়া করে নিজ ঘরে ঘুমাতে যায় । সকালে তাকে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। ঘটনাটিতে কোন সন্দেহ না হওয়ায় বিনা ময়নাতদন্তে তাকে দাফনের অনুমতি দেওয়া হয়।