ভালুকায় এতিমদের খাওয়ালেন ছাত্রলীগনেতা


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০১৬, ৭:২৯ AM / ১২৪
ভালুকায় এতিমদের খাওয়ালেন ছাত্রলীগনেতা

valuka

মোঃ জাহিদুল ইসলাম খান, ভালুকা : ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের জন্মদিন উপলক্ষে এতিমদের পেট ভরে খাওয়ালেন ভালুকার ছাত্রলীগ নেতা ইফতেখার আহাম্মেদ সুজন। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সভাপতি রকিবুল ইসলাম রকিবের আজ ২৬তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ভরাডোবা এতিমখানার ৬০জন ছাত্র সহ প্রায় ১শত লোকের খাওয়ার আয়োজন করেন ওই ছাত্রলীগ নেতা। খাওয়ার আগে মিলাদ ও দোয়া মাহফিলে জেলা ছাত্রলীগ সভাপতির উজ্জল ভবিষ্যৎ, সুসাস্থ্য ও র্দীঘায়ু কামনা করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন,আসফাক আল মামুন, ইসতিয়াক আহাম্মেদ সুমন,সাদ্দাম হোসেন দুখু, নওসাদ, রাব্বি, আরিফ, রাহাত,পিয়াস,সাঊদ,কার্জন সিক্দার,জাহিদুল ইসলাম আপন, তন্ময় হাসান, রিদয় আহাম্মেদ, শ্রী গোপাল, সৈরভ, শান্ত, সোহান,সাহিন,সাহরিয়ার কাবির, টিপু, ভৈরব বর্মন, সাহরিয়ার খান, জাহিদ হাসান রিদয়, জাহিম আহাম্মেদ, মোমিন, তন্ময় সজিব, জাহিদ হাসান বাবু, জান্নাতুল ফেরদাঊজ সাওন প্রমুখ।