ভালুকায় ইমাম সমাবেশ ও মানববন্ধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০১৬, ৩:২৫ PM / ৯৪
ভালুকায় ইমাম সমাবেশ ও মানববন্ধন

bhaluka 07 Septemberজাহিদুল ইসলাম খান, ভালুকা : সন্ত্রাস জঙ্গীবাদ দমন এবং বাল্য বিয়ে প্রতিরোধে ইমামদের ভূমিকা শীর্ষক এক ইমাম সমাবেশ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভালুকা উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ইমাম সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা। আরো বক্তব্য রাখেন এ এসপি সার্কেল আলমগীর হোসেন, মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, অধ্যক্ষ আব্দুর রউফ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, মুফতি মেহের উদ্দিন বরাইদী, মাওলানা মামুন অর রশিদ প্রমুখ । সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ৫শতাধিক ইমাম অংশ নেন। এর আগে ভালুকা গফরগাও সড়কের উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে ।