মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৬ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম ভালুকা প্রতিনিধি : ভালুকা উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার দুপুরে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এম পি , উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোস্তফা,মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, আশেক উল্লাহ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, জেসমিন নাহার রানী, আশরাফুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমুখ । সভায় আইন শৃংখ্যলা ও জংগী নির্মূলে আলোচনা করা হয় ।