রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম খান ভালুকা প্রতিনিধি : ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে রবিবার বিকেলে দু পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয় । পুলিশ সন্ধ্যায় একটি পিস্তল ও গুলিভর্তি ম্যাগজিন সহ ৬ জনকে আটক করেছে ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ এর নেতৃত্বে একদল পুলিশ পানিভান্ডা গ্রামে রবিবার সন্ধ্যায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে আমিনুল হকের ভাড়াটিয়া সন্ত্রাসী সহ তাদের ব্যাবহৃত মাইক্রোবাসের ( ঢাকা মেট্রো- গ-১৪-৮১০৯) ভিতর থেকে সেভেন- ৬৫ এম এম পিস্তল ও গুলিভর্তি ম্যাগজিন সহ ৬ জনকে আটক করেছে । আটককৃতরা হলো নারায়নগঞ্জের বন্দর থানা এলাকার আমিনুল (৩২), এমরান (২৫) , জাহাঙ্গীর (২৭), রাজিব (২৫), নূর হোসেন (২৬), ইমন (২৩) । এ ব্যপারে ভালুকা মডেল থানায় গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, সেভেন- ৬৫ এম এম পিস্তল ও গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে । আটককৃতদের বিরোদ্ধে নারায়নগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে ।