রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন

ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের ১০ দিনের মাথায় পুনঃ নির্মাণ

bhaluka-23-september00জাহিদুল ইসলাম খান ভালুকা প্রতিনিধি ঃ ভালুকা উপজেলার হবিরবাড়ী আমতলী গ্রামে ১৫৪ নং দাগে বন বিজ্ঞপ্তিত জমিতে পারটেক্স গ্রুপের স্থানীয় প্রতিনিধি জয়নাল আবেদীন একটি বিল্ডিং ও সীমানা প্রাচীর নির্মাণ করলে বন বিভাগ ৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়ার ১০ দিনের মধ্যেই রহস্য জনক কারনে
পুনরায় নির্মাণ কাজ শেষ করেছে। বন বিভাগের রহস্যজনক ভূমিকায় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।
জানাযায়, ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়ার অভিযানে অংশ নিয়েছিলেন সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান, ভালুকা রেঞ্জ কর্মকর্তা জামিল মোঃ খান, ও হবিরবাড়ী বীট কর্মকর্তা শরীফ মোঃ খান চৌধুরী ও বন প্রহরীগন। এ সময় বনের লোকদের বাধা প্রদান করার দায়ে একুব আলী নামে একজনকে আটকও করা হয়। আটক ব্যাক্তিকে ছিনিয়ে নিতে স্থানীয় লোকজন দা-লাঠি নিয়ে এগিয়ে আসলে আত্মরক্ষার্থে বন প্রহরীরা এক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করেন। আটককৃত একুব আলী আদালতে প্রেরন করে।
এদিকে ঘটনার পর হতেই রহস্যজনক ভাবে বন বিভাগ কর্তৃক ভেঙ্গে দেয়া বিল্ডিং জয়নাল আবেদীন এর লোকেরা পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। ২৩ সেপ্টেম্বর শুক্রবার সরজমিন গেলে জয়নাল আবেদীন এবি নিউজ২৪.কম কে জানান বন বিভাগের সাথে আলোচনা করেই ভেঙ্গে দেয়া বিল্ডিং পুনরায় নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ সময় ওই বিল্ডিংএ টিনের চাল লাগানোর কাজ চলছিল।
ভালুকা রেঞ্জ কর্মকর্তা জামিল মোঃ খান জানান, খবর পেয়ে কাজ বন্ধে লোক পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman