বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন

ভবিষ্যৎ বাংলাদেশ হবে প্রযুক্তি নির্ভর বিজ্ঞান মনস্ক ও উন্নত- বিদায়ী জেলা প্রশাসক

DC-06.09.16আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের বিদায়ী জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশকে যেভাবে চেয়েছেন, সেভাবেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। স্ব-স্ব অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং মানুষকে আরও বেশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। তাহলেই ভবিষ্যৎ বাংলাদেশ হবে প্রযুক্তি নির্ভর, বিজ্ঞান মনস্ক ও উন্নত।

DC-06.09.16-01
তিনি বলেন, উল্লুক সমাজের নেতা হয়ে কোন লাভ নেই, সমাজের জনগণের বোধশক্তি জাগিয়ে তুলতে পারলে মানুষ আপনাদের মূল্যায়ন করবে। সীমা লঙ্গনের কোন সুযোগ নেই। সীমা লঙ্গনকারীদের ইহকালেও শান্তি নেই পরকালেও শান্তি নেই। সবচেয়ে ভাল কাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা- যে কাজটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। তিনি যদি বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা না করতেন তাহলে, দেশের কর্ণধার হতো না, বড় বড় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, পেনশন ইত্যাদি ভাতা হতো না।

DC-06.09.16-04
তিনি এড. ইমদাদুল হক সেলিমের সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ময়মনসিংহের স্বপ্ন বুনন স্কুল আমাদের অনুকরণ হতে পারে এ রকম উদ্যোগী, সমাজে খুব বেশি প্রয়োজন, সঠিক কাজ না হলে আমাদের মুক্তি আসবে না।
মঙ্গলবার (৬সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত বিদায়ী সংবর্ধনায় ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বিদায়ী ভাষণে এসব কথা বলেন। বদলীজনিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার। এতে আরও বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আজিজুর রহমান, পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, বিআরডিবি’র চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম,

DC-06.09.16-02

মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, প্রাণি সম্পদ অফিসার ডা. আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার ড. নাছরিন আক্তার বানু, ফুলবাড়িয়া কে.আই ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইউনুছ আলী, বাক্তা ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। সঞ্চালনায় বিআরডিবি কর্মকর্তা শরিফুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাও. নূরে আলম। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র স্টাফ সহকারী কমিশনার আল আমিন উপস্থিত ছিলেন।

DC-06.09.16-03
বিদায়ী বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহের মত ঐতিহ্যবাহী জেলায় কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। কাজের মধ্যে মানুষ বেঁচে থাকে আমিও তার ব্যতিক্রম নই। কর্ম ছাড়া মানুষ বাঁচে না। তবে ময়মনসিংহে এসে মানুষকে আরও বেশি ভালবাসার সাধ পেয়েছি।
দুপুর সাড়ে ১২টা থেকে শুরু করে প্রায় আধ ঘন্টা সময়ের বিদায়ী বক্তৃতায় তিনি ফুলবাড়িয়া উপজেলার কৃষ্টি, কালচার, রাজনীতি, সামাজিক কর্মকান্ড ও তার কমর্ময় জীবনের ভাল লাগা ও মন্দ লাগার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। ভাল থেকো ফুলবাড়িয়া, বিদায় ফুলবাড়িয়া।
পরে বিদায়ী অতিথিকে প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
সভাপতির বক্তৃতায় নবাগত ইউএনও লীরা তরফদার বিদায়ী অতিথিকে সংক্ষেপে কবিতার ছন্দে বিদায় জানান, যা উপস্থিত সূধীজনদের মধ্যে আলাদা প্রফুল্লতা এনে দেয়।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman