সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩নং ভবানীপুর ও ৩নং কুশমাইল ইউনিয়ন পরিষদের ২০জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও শারমিন সুলতানা সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠকালে নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন উপস্থিত ছিলেন।
একই দিন বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের শপথ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান জানান, ১৩নং ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কেন্দ্র দখল ও ৩নং কুশমাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড কেন্দ্রের ফলাফল ছিনতাইয়ের অভিযোগে ঐ কেন্দ্র ২টি স্থগিত করে প্রশাসন। ফলে প্রথম দফায় এ দুই ইউনিয়নকে বাদ দিয়ে গেজেট প্রকাশ হয়।
ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কেন্দ্রের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং ৩নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান, ৫নং ওয়ার্ড কেন্দ্রের সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যের ফলাফল স্থগিত রেখে ২য় দফায় গেজেট প্রকাশ হয়।