বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন

ভক্তদের সতর্ক করলেন সাকিব-পত্নী

maxresdefault_10-1-550x359ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : তারকাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা কিংবা ভক্তদের বিভ্রান্ত করা নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর প্রবণতা আরও বেশি দেখা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের নামে ভুয়া পেজ দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে ভক্তদের। তাই এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে বললেন সাকিব-পতœী।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের স্ত্রী হবার সুবাদে দেশ-বিদেশে বেশ পরিচিত নাম শিশির। সাকিব-পতœীর ভক্তের সংখ্যা কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে শিশিরের অনুসারীর সংখ্যা প্রায় ৩৪১,৩৬৬।

একটি অসাধুচক্র সাকিব-পতœীর এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে তার ভক্তদের বিভ্রান্ত করে চলেছে। এজন্য শিশির তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তার নামে খোলা ভুয়া ফেসবুক পেজের ব্যাপারে সকল ভক্তদের সাবধান থাকতে পরামর্শ দিয়েছেন।

ফেসবুকে সাকিব-পতœী লিখেছেন, ‘সবাইকে একটি ঘোষণা দেওয়ার সময় এসেছে। ফেসবুকে আমার একটি মাত্র আইডিই আছে, যেখানে আমি সক্রিয়। এছাড়া আমার আর অন্য কোন আইডি নেই; এমনকি কোনো পেজও নেই। অথচ আমি লক্ষ্য করছি আমার নামে অনেকগুলো পেজ ফেসবুকে চলছে। যেখানে আমার নামে ভুয়া তথ্য দেওয়া হচ্ছে। সবাইকে অনুরোধ করছি সেই পেজগুলো রিপোর্ট করতে এবং আমাকে খুঁজে বের করে দিয়ে রিপোর্ট করতে সাহায্য করুন।’

এদিকে, শিশিরের একটি ভুয়া ফেসবুক পেজে অনুসারী রয়েছে ১২০,৩৯৫ জন। আর তাই ভক্তদের সতর্ক করার পাশাপাশি অনুরোধও করলেন যেন সেই পেজ গুলো বন্ধ করে দেওয়ার জন্য রিপোর্ট করতে। প্রিয়

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman