রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : প্রথম বারের মত দলীয় প্রতীকে ফুলবাড়ীয়া পৌর নির্বাচন ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি। ভ্রাম্যমান আদালতের মোবাইল টিম কাজ করছে সার্বক্ষনিক, বিজিবি টহল চোখে পড়ার মত। র্যাব টহল লক্ষণীয়। এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া য়ায়নি। পৌর নির্বাচনে আওয়ামীলীগের গোলাম কিবরিয়া নৌকা, বিএনপির উমর ফারুক ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি বিদ্রোহী চান মাহমুদ জগ এবং জাতীয় পার্টির জিয়াউর রহমান খান লাঙ্গল প্রতীক নিযে লড়াই করছেন। পৌনে ১২টায় ফুলবাড়ীয়া ভোট কেন্দ্র পরিদর্শন করতে আসেন ময়মনসিংহের প্রথম বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১৪ উর্ধ্বতন কর্মকর্তা, জেলা আনসার ভিডিপি’র এ্যাডজুটেন্ট, উপজেলা নির্বার্হী অফিসার বনানী বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব প্রমুখ। প্রথমে তিনি ফুলবাড়ীয়া মহিলা কলেজ ও পরে ফুলবাড়ীয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে মুক্তাগাছার উদ্দেশ্যে রওনা হন।