বেসরকারী ফলাফল আপডেট ৯টি কেন্দ্রের


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০১৫, ১২:৩৮ PM / ১২০
বেসরকারী ফলাফল আপডেট ৯টি কেন্দ্রের

555555ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : ফুলবাড়ীয়া পৌর সভা নির্বাচনে কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত ৪টি ওয়ার্ডের বেসরকারী ফলাফল গোলাম কিবরিয়া (নৌকা) ৬৪৭৬ ভোট , উমর ফারুক (ধানের শীষ) ৩৩৪৪ ভোট, স্বতন্ত্র চান মাহমুদ (জগ) ৩৯৩৬  ভোট, জিয়াউর রহমান খান (লাঙ্গল) ৮৫ ভোট। ফলাফল ঘোষণা করছেন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস।

7002এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খান, গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) আরোজা আখতার, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান।