বেগম লীরা তরফদার ফুলবাড়িয়ার নতুন ইউএনও


প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০১৬, ৯:৩৭ AM / ১৬২
বেগম লীরা তরফদার ফুলবাড়িয়ার নতুন ইউএনও
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

মো. আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বেগম লীরা তরফদার রবিবার (২৮আগস্ট) তাঁর কর্মস্থলে প্রথম অফিস করেছেন। বুধবার (২৪আগস্ট) অপরাহ্নে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন তিনি। বেগম লীরা তরফদার মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ইউএনও হিসেবে এটাই তাঁর প্রথম কর্মস্থল। ২৮তম বিসিএস পাশ করে ২০১০সালের ১ডিসেম্বর লীরা তরফদার ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে প্রথম যোগদান করেন। পরিচিতি নং- ১৬৩৭৪। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। বেগম লীরা তরফদার ১ সন্তানের জননী। এর আগে সকাল ১০.১০মিনিটে উপজেলা পরিষদে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা। পরে অফিসার্স কাবের কর্মকর্তাবৃন্দ আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও কে বরণ করে নেন। সারাদিন ছাত্রলীগসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।