মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন

বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে উদ্ভোধনী ক্লাশ

24000আবু হানীফা : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রবিবার (১০ জুলাই) বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৮ম ব্যাচের উদ্ভোধনী ক্লাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করা হয়। তারপর ২য় বর্ষের ছাত্রীরা নবীন শিক্ষার্থী ও অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। অধ্যক্ষ সাইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজ গভর্নিং সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র গোলাম কিবরিয়া, কুশমাইল ইউপি চেয়ারম্যান শামছুল হক, সাবেক পৌর কমিশনার আলহাজ্ব জালাল উদ্দিন সরকার, ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব আমজাদ হোসেন প্রমুখ। সভা শেষে বিভাগওয়ারি শিক্ষকগণ নবীন ছাত্রীদের উদ্ভোধনী ক্লাশ নেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman