বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দোয়া
প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৩, ৭:০২ PM /
১৭৪
ফুলবাড়ীয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে মঙ্গলবার বাদ আছর ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন নুর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান,
দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জবান আলী,
আব্দুল হান্নান, মামুনুর রশীদ মামুন,
সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কে আই সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী।
আপনার মতামত লিখুন :