বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যার পর ফুলবাড়ীয়া আওয়ামী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে পৃথক পৃথক আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে উপজেলা সদরের শহীদ মিনারে প্রজ্বলিত মোমবাতি স্থাপন করা হয়।
মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, ফুলবাড়ীয়া আওয়ামী শিল্পী গোষ্ঠী সভাপতি প্রভাষক জয়নাল হাজারী, উপজেলা যুবলীগ সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম প্রমুখ।