সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের উদ্যোগে মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলির তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে বৈদ্যুতিক পাখা বিতরন করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদে আনুষ্ঠানিক ভাবে ফ্যান বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, পল্লী বিদ্যুত সমিতি ময়মনসিংহ-৩ এর পরিচালক রতন চন্দ্র সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, সাংবাদিক এইচ এম খায়রুল বাসার, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা উজ্জল চন্দ, নুরুল হক প্রমুখ। গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি জানান উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে ফ্যান বিতরন করা হয়। পর্যায়ক্রমে আরো প্রতিষ্ঠানে ফ্যান বিতরন করা হবে। এছাড়াও উপজেলা পরিষদের উদ্যোগে ইতিপূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে স্যানিটারী ল্যাট্রিন ও টিউবওয়েল বিতরন করা হয়েছে।