রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ‘‘সকল প্রসূতীর জন্য মানসম্মত সেবা, আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে ফুলবাড়ীয়া উপজেলা ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নিরাপদ মাতৃত্ব দিবস-১৬ উদযাপিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল কিশোরীদের অংশগ্রহণে নিরাপদ মাতৃত্ব বিষয়ক ওরিয়েন্টেশন, গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সেবা ক্যাম্পেইন।
ফুলবাড়ীয়া এডিপি ও নবকলি প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এসব কর্মসূচীতে দুই শতাধিক গর্ভবতী মা গর্ভকালীণ সেবা গ্রহণ করেন। কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে মেডিকেল অফিসার ডা: এম.জি মোস্তফা, ডা: তাজুল ইসলাম, ডা: কামরুল হাসান, ডা: কামরুন্নাহার, ডা: আতাউল্লাহ, ডা: বিধান চন্দ্র দেবনাথ, উপ সহকারী চিকিৎসা কর্মকর্তা ডা: আরিফুল ইসলাম, ডা: হেলাল উদ্দিন প্রমূখ।