বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিনা টিকিটে ট্রেন ভ্রমন শতাধিক যাত্রীকে জরিমানা

ওবায়দুর রহমান, গৌরীপুর : বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় শতাধিক যাত্রীর কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের টিটিই জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আশরাফ উদ্দিন জানান, বিনা টিকিটে যাত্রীদের ট্রেনে ভ্রমন বন্ধ করতে প্রতিনিয়ত বিভিন্ন ট্রেনে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman