রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : দলীয় সিদ্ধান্ত না মেনে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবে তাদের দলীয় সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, এবার পৌর নির্বাচন দলীয় নির্বাচন, দলের প্রতীক নিয়ে নির্বাচন। এখানে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন প্রমুখ।
মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের আগেই বিদ্রোহী প্রার্থীরা সরে দাঁড়াবে এমন আশাবাদ ব্যক্ত করে হানিফ বলেন, এখনো তো সময় আছে। আমরা কথা বলছি। তাদের বোঝানোর চেষ্টা করছি। তবে এখনই কোনও ব্যবস্থা নিচ্ছি না। ১০ তারিখের মধ্যেই তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবে বলে আশা করছি।
পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগকে ভিত্তিহীন ও হাস্যকর অভিহিত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির এক নেতা বলেছেন আওয়মী লীগ জোর করে জিততে চায়। এ অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। এখনো এমন কোনও ঘটনা ঘটেনি যার ফলে এ ধরনের অভিযোগ করতে পারে।
বিএনপির ৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটা হাস্যকর অভিযোগ। আমরা চাই বাংলাদেশে সবাই আইনের আওতায় থাকুক। কেউ আইনের উর্ধ্বে নয়। যারা সন্ত্রাসী কর্মকান্ড করেছে তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। আসন্ন পৌরসভা নির্বাচনকে বিএনপি দলীয় সন্ত্রাসীদের রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, বিএনপির অতীত কর্মকান্ডের জন্যই জনগণ তাদের ভোট দেবে না। তারা জনগণের ভোটে জয় লাভ করতে পারবে না জেনেই কাল্পনিক অভিযোগ তুলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।