সোমবার, ২৯ মে ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেলীগ্রাম বাজারের দক্ষিন পার্শ্বে আজ রবিবার দুপুরের দিকে বিদ্যুৎ তার জড়িয়ে আবুল কালামের ফিসারিতে আবু রায়হান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রায়হান উজলহাটী গ্রামের হামেদ আলী সরদারের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালামের ফিসারীতে লেভার হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করত রায়হান। রবিবার বাড়ী থেকে সকালের নাস্তা খেয়ে ফিসারীর পাড়ে পড়ে থাকা বিদ্যুৎ তার জড়িয়ে তার মৃত্যু হয়।