মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিদেশী ২নাগরিককে পিটিয়ে আহত করেছে বাংলাদেশী যুবক : থানায় মামলা

index

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া উপজেলার এক বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ২চাইনিজ (চীনা) নাগরিককে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে একই প্রতিষ্ঠানে কর্মরত ইলেকট্রিশিয়ান শামছুল হক। আহত ২নাগরিক কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৪জুলাই দিবাগত ১১টার দিকে। এঘটনায় প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার সেলিম রেজা বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় শামছুল হকের নাম উলেøখ করে অজ্ঞাত ১০/১২জন আসামী করে শুক্রবার (১৫জুলাই) একটি মামলা দায়ের করে।
লিখিত অভিযোগে প্রকাশ, উপজেলার ১৩নং ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া (যমুনারপাড়) এলাকায় পোল্ট্রি ব্রিডার ফার্ম ইউনিট-০৪ নিউ হোপ বাংলাদেশের কর্মকর্তা টিয়ান সোয়াং (৫২) পার্সপোর্ট নং- ই- ৩০৫০৭৩৬৮ ও অন্য কর্মকর্তা জাও লিন (২৮) পার্সপোর্ট নং ই- ৬৩১৬৯৪৯৬ কর্মরত। নিউ হোপ বাংলাদেশ কো¤পানির ইলেকট্রিশিয়ান শামসুল হক বেতন বাড়ানো নিয়ে কথা বলেন কথা কাটাকাটির এক পর্যায়ে সোয়াং এবং জাও লিন এর উপর অতর্কিত হামলা চালায়। এতে ২বিদেশী নাগরিক আহত হলে অফিসের অন্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এঘটনায় থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ঐদিনই ঘটনাস্থল পরিদর্শন করে মামলা তদন্ত (এফ আর) রিপোর্ট প্রদান করে।
আসামী শামসুল হক পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাবুয়ানীজোত এলাকার কফিল উদ্দিনের পুত্র।
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামী গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman