বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ন
ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দের নিয়ে বিশাদগার মন্তব্য করে বলেন, “ছাত্রদল কেন্দ্রীয় পর্যায়ের কিছু চোর বদমাইশ ও ডাকাত এসে গেছিল। এগুলো আইসা সারা বাংলাদেশ তছনছ করে চইলা গেছে” তার এমন বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহে ত্রিশালে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ শাখা ছাত্রদল সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ রনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু ছালেম, পৌর ছাত্রদলের আহবায়ক আমিরুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শান্ত তরফদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশরাফুল আলম নাঈম, রোকনুজ্জামান বাপ্পি, আব্দুল্লাহ আল মামুন, মাজহারুল ইসলাম, মোতালেব প্রমূখ।