ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : বাহরাইন প্রবাসী বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও মুজিব আদর্শের সৈনিক আবুল বাশার আজ বৃহস্পতিবার সকাল ৫:৩০ ঘটিকার সময় বাহরাইনের সালমানিয়া হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। বাহরাইন প্রবাসীদের মাঝে অত্যান্ত পরিচিত মুখ। বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে সামাজিক কর্মকাণ্ডে সব সময় আগাইয়া থাকতেন। সাংগঠনিক পাগল এই মানুষটি সহজ সরল ছিলেন।
শোক প্রকাশ :
বাহরাইন প্রবাসী বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও মুজিব আদর্শের সৈনিক আবুল বাশার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাহরাইন প্রবাসী বাংলাদেশ সোসাইটি নেতা, ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম এর প্রকাশক ও বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উপদেষ্টা পরিষদ সদস্য প্রবাসী ইঞ্জিনিয়ার কায়সারুল হক। এক বার্তায় তিনি বলেন, দীর্ঘদিন আমার সাথে তার সুস্পর্ক ছিল। আমি তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং এই শোক বহিবার শক্তি যেন আল্লাহ তাদেরকে দেন। আমিন।