বাল্য বিয়ে : জামাইকে ১৫দিনের কারাদন্ড


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০১৬, ৬:৪২ AM / ৮৮
বাল্য বিয়ে : জামাইকে ১৫দিনের কারাদন্ড

picফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ২য় শ্রেণীর ছাত্রী শাহনুর বেগম। বর (জামাই) রাশেদ (৩৫) কে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লীরা তরফদার ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর আব্দুস সোবহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শাহনূর বেগম এর সাথে একই গ্রামের চান মিয়ার পুত্র রাশেদ মিয়ার (৩৫) এর সাথে গতকাল বুধবার বিয়ের দিন তারিখ ঠিক হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকেল ৫টার দিকে বিয়ের বাড়ীতে উপস্থিত।
লীরা তরফদার আমাদের সময় ডটকম কে জানান, বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে
১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে মেয়েটিকেও নিয়মিত স্কুলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।