বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : মঙ্গলবার (৩০ মে) সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাল্য বিবাহ বন্ধে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি, সিসিডিবি, ওয়ার্ল্ড কনসার্ন (ইপজিয়া) প্রজেক্ট যৌথভাবে এই মানব বন্ধনের আয়োজন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন এর কান্টি ডিরেক্টর ডা. গ্লোরিয়াস গ্রেগরী দাস। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন এর ডোনার ও INTERACT আন্না তেরেস, অলপ প্যাট্রিক, প্রোগ্রাম কো অডিনেটর বিশ্বনাথ রায়, প্রোগ্রাম ম্যানেজার ইপজিয়া ফ্রান্সিস তমাল,
এফডিসিএস ম্যানেজার রেজিনা জয়ধর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ^াস, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ (ইপজিয়া) প্রজেক্টের প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারদার।
এতে শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, কাজী ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে বাল্য বিবাহ বন্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।