বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়ন পরিষদের উপনির্বাচন শান্তিপূর্নভাবে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ থেকে একটানা বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীমা খাতুন (আনারস) ৮ হাজার ৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির শেখ মিজানুর রহমান পলাশ (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৩শ ৯২ ভোট। বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল।
উল্লেখ্য, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উজ্জামান সরকার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যানের আসন শুন্য ঘোষনা করে নির্বাচন দেন নির্বাচন কমিশন। মৃত চেয়ারম্যানের সহধর্মীনী শামীমা খাতুন স্বতন্ত্র প্রার্থী হয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। উক্ত উপনির্বাচনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। মোট ভোটার ছিল ২৭ হাজার ৪শ ৪ জন। ১০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।