বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন

বালিয়ানের নির্বাচনে কোন ধরনের অনিয়ম ছাড় দেওয়া হবে না -আব্দুল করিম সরকার

সাইফুল ইসলাম তরফদার : বিএনপি মনোনিত ধানের শীর্ষের প্রার্থী ইঞ্জি. মিজানুর রহমান পলাশ এর বিজয় নিশ্চিত করতে, বালিয়ান ইউনিয়নের প্রত্যেক কেন্দ্রে বিএনপি নেতা কর্মীদের দিয়ে পাহাড়া বসানো হবে। নির্বাচনে কোন ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। আপনাদের পছন্দের লোক ইঞ্জি. মিজানুর রহমান পলাশ বার বার আপনাদের ধারে ধারে এসে অল্প ভোটের ব্যবধানে হেরে যায়। এবার আপনাদের সুযোগ এসেছে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করা। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি. মিজানুর রহমান পলাশের পক্ষে নির্বাচনী সভায় বক্তৃতাকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্যা সূর্যসেন হলের সাধারণ সম্পাদক, মেধাবী ছাত্রনেতা মোঃ আব্দুল করিম সরকার এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ডা: মীর মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আজিজুর রহমান। এ সময় ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মিজানুর রহমান পলাশ, জেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আশিকুল হক আশিক, সাইফুল ইসলাম বাদল, এ,কে,এম, শমসের আলী, বিএনপি নেতা আলহাজ¦ এবি সিদ্দিক, জেলা যুবদল সভাপতি রুকনুজ্জামান রুকন সরকার, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ড. খলিলুর রহমান, সাবেক পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক জি.এস. কবির হোসেন, মাহবুবুর রহমান সেলিম প্রমুখ বক্তৃতা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল মোস্তাক, ইউপি চেয়ারম্যান ফজলুুল হক মাখন, বিএনপি নেতা জাকির হোসেন খান বাপ্পি, আ: রশিদ বিএ, সাবেক কাউন্সিলর আনিছুর রহমান আনিস, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল আলম রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, আল আমিন প্রমূখ। সঞ্চালনায় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোলায়ামান রিপন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman