বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

বালিয়ানের উপ নির্বাচনে বিএনপি’র ইঞ্জি. মিজানুর রহমান পলাশ সহ আট প্রার্থীর মনোনয়ন দাখিল

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম  : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নের উপ-নির্বাচন কে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন দাখিল হয়েছে। বুধবার মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে আওয়ামীলীগ, বিএনপি, জাসদ ও স্বতন্ত্র মিলে আটজন প্রার্থী মনোনয় জমা দেন। স্ব-স্ব দলের পক্ষে সীমিত পরিসরে কর্মী ও সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. মফিজ উদ্দিন মন্ডল, বিএনপি’র ইঞ্জি. মিজানুর রহমান পলাশ, জাসদ আল আমিন, স্বতন্ত্র শামীমা খাতুন, আবু মুছা, শফিকুল আলম, জহিরুল হক, নাসির উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে বালিয়ান ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ উজ্জামান সরকার এর মৃত্যুতে নির্বাচন কমিশন উক্ত পদটি শুন্য ঘোষনা করে। উক্ত পদে আগামী ২০অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. মফিজ উদ্দিন মন্ডল এর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুল মালেক সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তোফাজ্জল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ হারুন সহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জি. মিজানুর রহমান পলাশ এর সঙ্গে ছিলেন জেলা বিএনপি’র সদস্য আশিকুল হক আশিক, এড. রেজাউল করিম চৌধুরী, সাইফুল ইসলাম বাদল, একে.এম শমসের আলী, পৌর বিএনপি নেতা কবির হোসেন, আবুল ফজল, শাহজাহান শিকদার, কামরুজ্জামান মীর আজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman