সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অব. প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা বি আর ডি বি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, কেশরগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সুলতান আলী বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আনিসুর রহমান মাস্টার, আ’লীগ নেতা মির্জা মো. আব্দুল মতিন, আ. কাদের চৌধুরী মুন্না, আমিনুল ইসলাম, অভিভাবকদের মধ্যে সুরুজ আলী, রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছফর আলী। পরিচালনা করেন সহ. শিক্ষক মকবুল হোসেন আজাদ।