বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন
মির্জা মো: মুঞ্জুরুল হক : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাধীন বাকতা ইউনিয়নের কালানাজানি গ্রামে ময়াহাজারী বাড়ী পাঞ্জেগানার জন্য ময়মনসিংহ জেলা পরিষদ থেকে ৩লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৯-২০ অর্থ বছরের প্রাপ্ত বরাদ্দ হতে পাঞ্জেগানার কাজ সমাপ্ত হলে বুধবার দুপুরে ফিতা কেটে পাঞ্জেগানার উদ্বোধন করেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক প্রভাষক ফারজানা শারমিন বিউটি। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধকালে উপস্থিত ছিলেন বাকতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন, বাকতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুঞ্জুরুল হক মুঞ্জু, সাধারণ সম্পাদক সোহেল, আ’লীগ নেতা আব্দুস ছালাম বিএ, সংরক্ষিত ইউপি সদস্য মাজেদা খাতুন, পাঞ্জেগানা পরিচালনা কমিটির সভাপতি আফাজ উদ্দিন, কালনাজানি দাখিল মাদ্রাসার সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, ছাত্রলীগ নেতা চঞ্চল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।