বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : প্রতিবন্ধী বাবা হুইল চেয়ারে বসে ভিা করে আর মা করে অন্যের বাড়ি ঝি এর কাজ। বৃহস্পতিবার সন্ধায় বাবা মা বাড়িতে ফিরতে দেরি হওয়ায় ঘরে একা পেয়ে হতদরিদ্র পরিবারের শিশু কন্যা (১১) কে ধর্ষন করে পাশ্ববর্তী বাড়ির যুবক টিটু (২১)। ধর্ষনের ঘটনা জানাজানি হলে শিশুটির প্রতিবন্ধী ভিুক পিতা বিচারের আশায় ঐ রাতে তার কন্যাকে নিয়ে আসে ফুলবাড়ীয়া থানায় অভিযোগ জানাতে। পথিমধ্যে এলাকার কতিপয় প্রভাবশালী লোকজন সালিশের কথা বলে ধর্ষিতার পরিবারকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। পর দিন শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) রাত ১০ টারদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাছির উদ্দিন তাছু, বাক্তা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ ছালাম, সাবেক ইউপি সদস্য মিজানসহ কতিপয় লোকজন সালিশ বৈঠক বসেন ছেলের বাড়ি। বৈঠকে ধর্ষক যুবকের সাজা হিসেবে জরিমানা করা হয় ৭০ হাজার টাকা। এ ঘটনায় মোবাইল ফোনে স্থানীয় আওয়ামীলীগ নেতা আঃ ছালামের কাছে জানতে চাইলে, তিনি শুক্রবার রাতে ধর্ষকের বাড়ি সালিশ বৈঠকের কথা স্বীকার করেছেন। ধর্ষিতা শিশুটি ফুলবাড়ীয়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের স্পন্সর শিশু। ফুলবাড়ীয়া এডিপি ওয়ার্ল্ড ভিশন জানায়, আমাদের তালিকা ভুক্ত শিশু ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপকে অবহিত করা হয়েছে। ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানায়, ঘটনা শুনেছি তবে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।