বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে নূর মসজিদে ( কে.আই সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে) বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, এডভোকেট আবুল কাশেম মুছা, অধ্যাপক আবুল হোসেন, ডাঃ তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ফুলবাড়িয়া পৌরসভার কাউন্সিলর সফর আলী বুলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দু রাজ্জাক দুলাল, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষকলীগের আহবায়ক মাসুদ আলম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জুরুল হক রাসেলসহ উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক। পরে মরহুমার আত্নার শান্তি কামনা, দেশ জাতির উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সকলের মাঝে মিষ্টান্ন (তবারক) বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman