বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন। রবিবার (২৮ মে) মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপরিষদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান খান, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর সেখান থেকে র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।