রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা রবিবার (২২মে) বিকেল ৩টায় ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, পৌর মেয়র গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ফুলবাড়ীয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে দেওখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে কান্দানিয়া বাজার ১-০গোলে চরকালী বাজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।